দেশের প্রথম নারী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শামসুন্নাহার চৌধুরী আর নেই। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটায় রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
জানা গেছে, দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়ছিলেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশী ও দেওরগাছ নামে দুই ইউনিয়ন পরিষদ (ইউপি) থেকে নির্বাচিত সাবেক এই চেয়ারম্যান। হবিগঞ্জ জেলায় নারীর ক্ষমতায়নে অসামান্য ভূমিকা রেখেছেন তিনি।
১৯৮৮ সালে চুনারুঘাটে দুর্বৃত্তের হামলায় মিরাশী ইউনিয়নের চেয়ারম্যান ও স্বামী চুনু চৌধুরী নিহতের পর আলোচনায় আসেন শামসুন্নাহার চৌধুরী। উপনির্বাচনে জয়ী হয়ে দেশের প্রথম নারী ইউপি চেয়ারম্যানের গৌরব অর্জন করেন তিনি। তার দ্বিতীয় বিয়ে হয় চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহেরের সঙ্গে। এরপর দেওরগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন শামসুন্নাহার চৌধুরী।
ঠিকানা/এনআই