Thikana News
২৮ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫


কাতারের দোহা ও আল-খুরে সংবর্ধনা অনুষ্ঠানে এম এম শাহীন

বৈশ্বিক দুঃসময়কালেও দেশপ্রেমিক প্রবাসীরাই দেশের অর্থনীতিতে কোনো আঁচ লাগতে দেননি

বৈশ্বিক দুঃসময়কালেও দেশপ্রেমিক প্রবাসীরাই দেশের অর্থনীতিতে কোনো আঁচ লাগতে দেননি আল-খুর সিটির তাকসিম রেস্তোরাঁয় প্রধান অতিথি এম এম শাহীন বক্তব্য রাখছেন



 
এমএ সালাম (কাতার থেকে) : প্রতিটি দুর্যোগ-দুর্বিপাকে নিপতিত বাংলাদেশকে প্রবাসীরাই সহযোগিতার হাত বাড়িয়ে রক্ষা করেছেন। সাম্প্রতিক সময়ে করোনা এবং পরবর্তী বৈশ্বিক দুঃসময়েও অন্যান্য দেশ অর্থনৈতিক সংকটের মুখে পড়লেও শুধু দেশপ্রেমিক প্রবাসীরাই দেশে তার কোনো আঁচ লাগতে দেননি। করোনাকালে প্রবাসীদের রক্ত-ঘামে অর্জিত রেমিট্যান্স বাংলাদেশের  অর্থনীতির চাকাকে সচল-সবল রাখতে বিশেষ ভূমিকা রেখেছে। তাদের প্রেরিত বৈদেশিক মুদ্রা দেশের রিজার্ভকে শক্তিশালী করছে। দেশের উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে প্রবাসীদের ভূমিকা তাই অনস্বীকার্য। তাদের ছাড়া কোনোভাবেই দেশ ও জাতির কাক্সিক্ষত উন্নয়ন কল্পনা করাও যায় না।


দোহার সেলিমার ইস্তানম্বুল রেস্তোরাঁয় সংবর্ধিত অতিথি এম এম শাহীনসহ বিশেষ অতিথিবৃন্দ


ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন আয়োজকরা

গত ৪ আগস্ট ঐক্যবদ্ধ কুলাউড়াবাসীর উদ্যোগে কাতারের দোহা ও আল-খুরে আয়োজিত পৃথক দুটি গণসংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন বহির্বিশ্বে সর্বাধিক প্রচারিত জনপ্রিয় পত্রিকা ঠিকানার সম্পাদকমণ্ডলীর সভাপতি ও মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাবেক এমপি এম এম শাহীন।


সংবর্ধিত অতিথির সাথে আয়োজকবৃন্দরা

তিনি বলেন, দেশের অর্থনীতি, সমাজ ও রাজনীতিতে প্রবাসীদের সর্বোচ্চ আসনে আসীন দেখতে চাই। এ জন্য আমি প্রবাসীদের স্বার্থে এবং দেশের উন্নয়নে ১৫ দফা দাবি উত্থাপন করেছি, যা বাস্তবায়িত হলে দেশ ও প্রবাসীদের যুগপৎ উন্নয়ন সাধিত হবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি।
এম এম শাহীন আরও বলেন, ঐক্যবদ্ধ প্রবাসী কুলাউড়াবাসী আজ আমায় যে সম্মাননা জানিয়েছেন, তা আমার চিরদিন স্মরণে থাকবে। সবার সহযোগিতা পেয়ে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি জয়ী হলে দেশ ও প্রবাসীদের কল্যাণে বিশেষ ভূমিকা রাখতে সচেষ্ট হব।



আল-খুর সিটির তাকসিম রেস্তোরাঁয় দর্শকদের একাংশ

স্থানীয় সময় বিকেল পাঁচটায় প্রথম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহজাহান মিয়া। এহসানুল মাহমুদ নাজিম, মোহাম্মদ সেলিম আহমদ এবং মো. সালাউদ্দিনের যৌথ পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি মো. কফিল উদ্দিন, কাতার আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম প্রধান, কাতারস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল মালিক, ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতির সভাপতি মো. আব্দুল খালিক, সাধারণ সম্পাদক মো. শাহীন আহমদ, কাতারস্থ কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আব্দুল মালিক, সাংগঠনিক সম্পাদক শাহ আলম, কমিউনিটি নেতা সোয়াব আলী ও ভূকশিমইল সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মো. খোকন আহমেদ। এ ছাড়া বক্তব্য দেন মো. আব্দুস সালাম, রুবেজ আহমদ রুবেল, আব্দুল হামিদ, সাইফুল তালুকদার। দোয়া পরিচালনা করেন আলসাদ মসজিদের ইমাম ও খতিব ক্বারী মো. আব্দুল্লাহ।


দোহার সেলিমার ইস্তানবুল রেস্তোরাঁয় উপস্থিত দর্শকদের একাংশ

একই দিন রাত নয়টায় কাতারের আলখুর সিটির তাকসিম রেস্তোরাঁয় বিশিষ্ট ব্যবসায়ী হারুনুর রশীদ আইয়ুবের সভাপতিত্বে ও হাফিজ সিদ্দিকুর রহমানের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ সাইফুল ইসলাম সাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতারের যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ মালেক, বিশিষ্ট ব্যবসায়ী বদরুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন রেনু, ছওয়াব আলী, আমতৈল সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক রুবেজ আহমদ রুবেল, আল ইসলাহ কাতার কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হাফিজ তুতিউর রহমান, সাধারণ সম্পাদক আজিজুর রহমান লাকি, আজিজুর রহমান সাগর, আব্দুল জব্বার, ব্যবসায়ী উবাইদুর রহমান রিপন ও আমতৈল সমাজকল্যাণ সংস্থার সভাপতি পায়েল আহমেদ জসিম।

সংবর্ধিত অতিথিকে ক্রেস্ট দিচ্ছেন আয়োজকবৃন্দ

এ সময় উপস্থিত ছিলেন আশরাফুল ইসলাম সুয়েব তালুকদার, মো. আবদুল হান্নান, সালমান খান রুহেল, নিয়াজ আহমেদ, শাহী ইসলাম তালুকদার, জুনেদ তালুকদার, জাহিদুল ইসলাম, হুমায়ুন আহমেদ, সুমন আহমেদসহ কাতার প্রবাসী বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও কমিউনিটি নেতৃবৃন্দ।


সংবর্ধিত অতিথিকে ক্রেস্ট দিচ্ছেন আয়োজকবৃন্দ

কাতারের দোহা ও আল-খুরে সংবর্ধনা অনুষ্ঠানে এম এম শাহীন

কমেন্ট বক্স