Thikana News
০৬ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ০৬ অক্টোবর ২০২৫

সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান গ্রেপ্তার

সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান গ্রেপ্তার ছবি সংগৃহীত



 
সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত সোয়া নয়টার দিকে রংপুরের প্রধান ডাকঘর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় তার নামে হত্যা এবং হত্যাচেষ্টা মামলা রয়েছে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।

জানা যায়, গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর আত্মগোপনে ছিলেন প্রতাপশালী এই মন্ত্রী। বেশ কিছুদিন আগে তিনি রংপুরে তার ছোট ভাইয়ের বাসায় উঠেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সোয়া নয়টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

নুরুজ্জামান আহমেদ লালমনিরহাট-২ (আদিতমারী-কালিগঞ্জ) আসন থেকে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স