যুক্তরাষ্ট্রের ১৮টি স্টেটের ৩৪ জন নেতা যখন লন্ডনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মতবিনিময় সভা করেন, তখন বেশ কয়েকজন নেতা যুক্তরাষ্ট্র 
বিএনপির নেতাদের বিরুদ্ধে কিছু অভিযোগ করেছিলেন। সেই অভিযোগ কতটুকু কাজে লেগেছে তা না জানা গেলেও সরকার পতনের আন্দোলনে যুক্তরাষ্ট্র বিএনপির ১৮টি স্টেট কমিটির ওপর আস্থা প্রকাশ করেন তারেক রহমান। যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি না হবার ব্যাপারে ইঙ্গিত দেন তিনি। এরপর থেকে অনেকটা নিষ্ক্রিয় হয়ে গেছেন যুক্তরাষ্ট্র বিএনপির বেশিরভাগ নেতা। তারা বিষয়টিকে অপমান হিসাবেই দেখছেন। 
তবে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন যুক্তরাষ্ট্র বিএনপির শীর্ষ সারির কিছু নেতা। তাদের মতে, ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে প্রকৃত বিষয় জানাতে হবে। তাদের মতে- তারেক রহমানকে একটি মহল ভুল বুঝিয়ে দূরে সরিয়ে রাখছেন। স্টেট কমিটি দিয়ে যদি যুক্তরাষ্ট্র বিএনপি চলতো তাহলে প্রবাসে আন্দোলন অনেক আগেই চাঙ্গা হতো। কমিটি না দেওয়ায় যারা আন্দোলন সংগ্রামে সামনের সারিতে থাকতেন, তারা এখন আর কোনো কর্মসূচিতে আসছেন না। 
নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, যুক্তরাষ্ট্র বিএনপির বেশ কয়েকজন সিনিয়র নেতা লন্ডন যেতে চান। তারা তারেক রহমানের সঙ্গে দেখা করতে চান। এজন্য প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু লন্ডন থেকে এখন পর্যন্ত সাড়া পাননি। তবে তারা আশা করছেন, তারেক রহমান শিগগির তাদের নিয়ে বসে যুক্তরাষ্ট্র বিএনপির কমিটির ব্যাপারে একটি ইতিবাচক সিদ্ধান্ত দেবেন। 
তবে সিনিয়র নেতাদের একাধিক নেতা অভিযোগ করেন, তারেক রহমানের সঙ্গে সরাসরি যোগাযোগ করা যাচ্ছে না। যাদের মাধ্যমে যোগাযোগ হচ্ছে তারাই চান না এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত আসুক। যুক্তরাষ্ট্র বিএনপির নেতারা মনে করছেন, ‘বেড়ায় ক্ষেত খেয়ে ফেলছে। অতএব, ক্ষেত আর নিরাপদ নয়।’
এদিকে প্রায় এক যুগ পর কেন্দ্রীয় কমিটিতে তিন নেতা স্থান পাওয়ার পর যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি গঠনের কোনো সাড়া শব্দ না থাকায় ত্যাগী নেতা-কর্মীরা হতাশ হয়ে পড়েছেন। এতদিন তারা ভেবেছিলেন সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীরা কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়ায় নতুন মুখ আসবে নেতৃত্বে। কিন্তু তার কোনো সম্ভাবনা দেখছেন না ত্যাগী নেতারা। 
যুক্তরাষ্ট্র বিএনপির একাধিক নেতা এ প্রতিবেদককে জানান, যুক্তরাষ্ট্র বিএনপির অধিকাংশ নেতা স্টেট ও মহানগর বিএনপির কর্মসূচিতে সক্রিয় অংশ নিচ্ছেন না। অথচ সামাজিক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র বিএনপির বহু নেতা একত্রিত হচ্ছেন। সর্বশেষ ৭ আগস্ট সোমবার এক আলোচনা সভায় নিউইয়র্কের একটি অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র বিএনপির শীর্ষস্থানীয় বহু নেতা অংশ নিয়েছেন। কিন্তু এর আগে গত কয়েকদিন ধরে নিউইয়র্কে স্টেট ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ হচ্ছে। এসব অনুষ্ঠানে বেশিরভাগ নেতাই ছিলেন অনুপস্থিত। 
প্রায় এক যুগ কমিটি না থাকার পরও আন্দোলন সংগ্রামে সরব থাকা ত্যাগী নেতারা আশা করছেন, এ সঙ্কট কেটে যাবে। দলের হাইকমান্ডকে যারা ভুল বোঝাচ্ছেন তারাই একসময় ছিটকে পড়বেন। 
                           
                           
                            
                       
     
  
 


 ঠিকানা রিপোর্ট
 ঠিকানা রিপোর্ট  
                                
 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                
