Thikana News
২৪ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

ভাঙন থেকে রক্ষা পেল নিউইয়র্ক বইমেলা

ভাঙন থেকে রক্ষা পেল নিউইয়র্ক বইমেলা সংগৃহীত
ভাঙনের হাত থেকে রক্ষা পেয়েছে ৩৪তম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা। বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে মেলা কমিটির নেতৃত্ব নিয়ে একটি অংশ বিরোধ তৈরীর চেষ্টা  করছিল। তবে তা নিরসন হয়েছে। 
বীর মুক্তিযোদ্ধা ড. নূরুন নবী ঠিকানাকে জানান, বিদায়ী কমিটির নেতৃত্বেই ৩৪তম বইমেলা হবে। বইমেলা শেষ হওয়ার পর মুক্তধারা ফাউন্ডেশনের (২০২৫-২০২৬) কার্যকরী পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। নতুন কমিটির চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন ডা. জিয়াউদ্দিন আহমেদ। 
তিনি জানান, ২০ জানুয়ারি সোমবার সন্ধ্যায় মেলা কমিটির নেতৃবৃন্দের বৈঠকে বিস্তারিত আলোচনা শেষে মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারপারসন বীর মুক্তিযোদ্ধা ড. নূরুন নবীর সার্বিক তত্ত্বাবধানে এবং আহবায়ক রোকেয়া হায়দারের নেতৃত্বে আগামী ২৩ মে থেকে ২৬ মে পর্যন্ত চার দিনের এই মেলা জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত হবে। 
উল্লেখ্য, গত ৩৩ বছর ধরে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বাইরে সবচেয়ে বড় বইমেলার আয়োজন করে আসছে নিউইয়র্কের মুক্তধারা ফাউন্ডেশন। অন্যান্য বারের মত এ বইমেলাও সকল অভিবাসী বাঙালির অংশগ্রহণে স্বার্থক হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেছে আয়োজক কমিটি।

কমেন্ট বক্স