পবিত্র মসজিদে কা’বা এবং মসজিদে নববীর দেখভালের জন্য আলাদা সরকারি অফিস খুলেছে সৌদি আরবের মন্ত্রিসভা। মঙ্গলবার ‘দ্য প্রেসিডেন্সি অব রিলিজিয়াস অ্যাফেয়ার্স অ্যাট দ্য গ্র্যান্ড মস্ক অ্যান্ড দ্য প্রফেটস মস্ক’ নামের এ প্রতিষ্ঠানের অনুমোদন দিয়েছে সৌদি মন্ত্রিসভা। খবর: আরব নিউজ’র
অর্থনৈতিকভাবে অফিসটি স্বাধীন থাকবে এবং এটি সরাসরি সৌদি বাদশাহ সালমানের তত্ত্বাবধানে পরিচালিত হবে।
দুই পবিত্র মসজিদের ইমাম ও মুয়াজ্জিন সংক্রান্ত বিষয়াবলী এবং সেখানে পাঠদান ও সভা-সেমিনারে কী কী হবে তা-ও নির্ধারণ করবে এই অফিস। সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি এ তথ্য জানায়।
ঠিকানা/এসআর