Thikana News
২২ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

৬ পুলিশ ও ২ আ. লীগ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

৬ পুলিশ ও ২ আ. লীগ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছবি : সংগৃহীত
জুলাই-আগস্টের গণহত্যার মামলায় আট জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ২৭ জানুয়ারি (সোমবার) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে এ কথা জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

তিনি বলেন, গ্রেপ্তারি পরোয়ানা জারি করার মধ্যে ৬ জন হচ্ছেন পুলিশ। বাকি দুই জন হচ্ছেন আওয়ামী লীগ নেতা বা প্রভাবশালী নেতা। তাদের বিরুদ্ধে আমাদের তদন্ত সংস্থা সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে।

তাজুল ইসলাম বলেন, চারটি পিটিশনে আলাদা আলাদাভাবে মোট ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স