Thikana News
৩১ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫


ঢাবির ভর্তি পরীক্ষায় ড. ইউনূস, খালেদা জিয়া ও আবু সাঈদকে নিয়ে প্রশ্ন

ঢাবির ভর্তি পরীক্ষায় ড. ইউনূস, খালেদা জিয়া ও আবু সাঈদকে নিয়ে প্রশ্ন ছবি সংগৃহীত



 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা শনিবার (২৫ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। ঢাবি ক্যাম্পাসসহ দেশের অন্য সাতটি বিভাগীয় শহরে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ঢাবির উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান কলাভবন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন শেষে উপাচার্য বলেন, ‘ভর্তি পরীক্ষা অত্যন্ত সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে এবং প্রশ্নফাঁসের কোনো অভিযোগ পাওয়া যায়নি। বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোটা নিয়ে যৌক্তিক সংস্কার আনা হয়েছে এবং মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিদের বাদ দেওয়া হয়েছে, শুধু তাদের সন্তানদের জন্য কোটা রাখা হয়েছে।’

এ সময় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান এবং প্রক্টর সাইফুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।

এবারের প্রশ্নে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, খালেদা জিয়া ও আবু সাঈদের বিষয়ে প্রশ্ন এসেছে। লিখিত অংশে ইংরেজি থেকে বাংলায় অনুবাদে জুলাই অভ্যুত্থানের ঘটনাপ্রবাহ উল্লেখ করা হয়েছে। ২০০৪ সালের ঢাকা শহরের প্রথম উড়াল সড়ক নিয়ে প্রশ্ন এসেছে। এটি তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া উদ্বোধন করেন। গণ-অভ্যুত্থানে দুই হাত প্রসারিত করে শহীদ হওয়া আবু সাঈদকে নিয়ে অঙ্কিত ‘উন্নত মম শীর’ ভাস্কর্য নিয়েও প্রশ্ন এসেছে।

প্রশ্ন বিশ্লেষণ করে দেখা যায়, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে কতজন নারী রয়েছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বই তিন শূন্যের বিষয়েও প্রশ্ন হয়েছে। এ ছাড়া মুক্তিযুদ্ধের নৌবাহিনী কোন সেক্টরের অধীনে যুদ্ধ করেছে, সে বিষয়ে একটি প্রশ্ন করা হয়েছে সাধারণ জ্ঞান অংশে।

উল্লেখ্য, এই ইউনিটে মোট ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে ১ লাখ ২৫ হাজার ৫০০ জন ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থী আবেদন করেন। এর মধ্যে মানবিক শাখায় ১ হাজার ৭০৭টি আসনের বিপরীতে ৫৫ হাজার ১৬৫ জন, বিজ্ঞান শাখায় ৯৪৪টি আসনের বিপরীতে ৫৬ হাজার ৩৩০ জন এবং ব্যবসায় শিক্ষা শাখায় ২৮৩টি আসনের বিপরীতে ১৪ হাজার ৫ জন আবেদন করেন।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স