Thikana News
২২ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

সাংবাদিক রোজিনাকে নিয়ে মার্কিন কর্মকর্তার টুইট

সাংবাদিক রোজিনাকে নিয়ে মার্কিন কর্মকর্তার টুইট রোজিনা ইসলাম ও রিচার্ড নেফিউ। (ছবি-টুইটার থেকে নেওয়া)
ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক দুর্নীতি দমনবিষয়ক সমন্বয়ক রিচার্ড নেফিউ সাংবাদিক রোজিনা ইসলামের সঙ্গে সাক্ষাৎ নিয়ে টুইটারে একটি টুইট করেছেন। প্রথম আলোর বিশেষ প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ নিয়ে মঙ্গলবার টুইটে তিনি লিখেছেন, ‘সদয় সম্ভাষণের জন্য ধন্যবাদ, রোজিনা ইসলাম। দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে সাংবাদিকতা যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা নিয়ে আলোচনা করতে পেরে খুব ভালো লাগল।’

রিচার্ড নেফিউ রোববার ঢাকায় আসেন। তিনি সোমবার ব্যস্ত দিন পার করেছেন। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক ছাড়াও বাংলাদেশ ব্যাংক এবং অর্থনীতি ও দুর্নীতি নিয়ে কাজ করা বেসরকারি সংস্থার প্রতিনিধি ও সুশীলদের সঙ্গে বৈঠক করেন তিনি। সফরে তিনি দুর্নীতি দমন কমিশনের (দুদক) সঙ্গে বৈঠক করেছেন। মঙ্গলবার তাঁর ঢাকা ছাড়ার কথা রয়েছে।

বৈঠক সূত্র জানায়, রিচার্ড নেফিউ বাংলাদেশ সফরে বুঝতে চেয়েছেন কীভাবে এখানে দুর্নীতি দমন ও অর্থ পাচার রোধ কার্যক্রম জোরদার করা যায়। সেইসঙ্গে বাংলাদেশে দুর্নীতি দমনে ও অর্থ পাচার রোধে কী ধরনের আইন রয়েছে। এতে রাষ্ট্র ও সরকার জনগণের কাছে কতটুকু জবাবদিহি করে। সুশীল সমাজ দুর্নীতি দমনে কতটুকু ভূমিকা রাখতে পারে। তারা কতটুকু প্রশ্ন উত্থাপন করতে পারেন। বর্তমান ব্যবস্থায় সামগ্রিক জবাবদিহি কতটুকু আছে।



ঠিকানা/এম

কমেন্ট বক্স