Thikana News
৩০ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

ইসরায়েলের ৪ নারী সেনাকে মুক্তি দিল হামাস

ইসরায়েলের ৪ নারী সেনাকে মুক্তি দিল হামাস ছবি সংগৃহীত
ইসরায়েলের আরও চার জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। গাজায় চলমান যুদ্ধবিরতির আওতায় তাদের মুক্তি দেওয়া হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে হামাস গাজায় আটক চার নারী ইসরায়েলি সেনাকে মুক্তি দিয়েছে। তাদের গাজার ফিলিস্তিন স্কয়ারে রেডক্রস কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে ২০০ ফিলিস্তিনিকে মুক্তি দিতে পারে ইসরায়েল।

মুক্তি পাওয়া এই সেনারা হলেন কারিনা আরিয়েভ, ড্যানিয়েলা গিলবোয়া, নায়ামা লেভি ও লিরি আলব্যাগ। এদের মধ্যে প্রথম তিনজনের বয়স ২০ ও বাকি একজনের বয়স ১৯।

হামাসের আশা, তাদের বিনিময়ে ইসরায়েল ২০০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে। যাদের মধ্যে ১২০ জন আজীবন সাজাপ্রাপ্ত ও ৮০ জন দীর্ঘদিনের সাজাপ্রাপ্ত বন্দী রয়েছে।

চুক্তি অনুসারে, ইসরায়েল একেকটি নারী সেনার জন্য ৫০ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে। তবে এখনো ইসরায়েল নিশ্চিত করেনি কোন কোন বন্দীর মুক্তি হবে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স