Thikana News
০৭ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

ইথিওপিয়ায় বাস উল্টে নিহত ২৫

ইথিওপিয়ায় বাস উল্টে নিহত ২৫ ছবি সংগৃহীত



 
উত্তর ইথিওপিয়ার আমহারা অঞ্চলের দাওন্ট জেলায় বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) একটি বাস উল্টে ২৫ জন নিহত হয়েছে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এ ছাড়া স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় ১৪ জন গুরুতর আহত হয়েছে এবং তাদের ডেলান্টা ও দেসির হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আফ্রিকার দ্বিতীয় জনবহুল দেশ ইথিওপিয়ায় সড়ক দুর্ঘটনা একটি সাধারণ ঘটনা। দেশটির অনেক সড়কই খারাপ অবস্থায় রয়েছে।

এএফপির তথ্য অনুসারে, গত ডিসেম্বরে একটি বিয়ের অতিথিদের বহনকারী ট্রাক নদীতে পড়ে গেলে ৭০ জনেরও বেশি মানুষ মারা যায়। এর আগে গত সেপ্টেম্বরে দক্ষিণ ইথিওপিয়ায় একটি বাস নদীতে পড়ে কমপক্ষে ২৮ জন নিহত হয়েছিল।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স