নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক দুটি স্থান থেকে এক নারী ও এক পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে পাইনাদী সিআইখোলা এলাকা ও মিজমিজি দক্ষিণপাড়া থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
নিহতদের নাম রুমা আক্তার (১৮) ও মাসুদ রানা (২৮)। বৃহস্পতিবার রাত ৮টায় লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম।
মৃত. মাসুদ রানা চাঁদপুরের মতলব উত্তর থানার মালাইকান্দী এলাকার আবু বকর সিদ্দিকের ছেলে। তিনি মিজমিজি দক্ষিণপাড়ার মোখলেছুর রহমানের বাড়িতে ভাড়ায় থাকতেন। অপর মৃত নারী রুমা আক্তার নেত্রকোনার খালিয়াজুরী থানার কৃষ্ণপুর এলাকার রুহুল আমিনের স্ত্রী। তিনি সিআইখোলা ১ নম্বর সড়কের হাজী আতাহার আলীর বাড়িতে ভাড়া থাকতেন।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, পৃথক দুটি স্থান থেকে ঝুলন্ত অবস্থায় লাশ দুটি উদ্ধার করা হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, তারা ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। তার পরও আমরা লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছি।
ঠিকানা/এনআই