Thikana News
২৫ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

নিজের ৬টি গাড়ি ভক্তদের উপহার দিতে চান ‘আয়রন ম্যান’!

নিজের ৬টি গাড়ি ভক্তদের উপহার দিতে চান ‘আয়রন ম্যান’!
নিজের সংগ্রহে থাকা ছয়টি গাড়ি ভক্তদের মাঝে বিলিয়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন ‘আয়রন ম্যান’ খ্যাত অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়র।

ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহাইমার’ছবিতে লুইস স্ট্রাউস চরিত্রে অভিনয় করে সাড়া ফেলেছেন হলিউডের এই অভিনেতা। সম্প্রতি তিনি ঘোষণা দিয়েছেন, নিজের সংগ্রহে থাকা ছয়টি গাড়ি অনুরাগীদের মধ্যে বিলিয়ে দেবেন।

ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে রবার্ট জানান, বিনা শর্তে এই ‘গিভঅ্যাওয়ে’রেখেছেন তিনি। ছয়টি গাড়ির তালিকায় রয়েছে ১৯৬৫ শেভ্রলে কর্ভেট, ১৯৬৬ বুইক রিভিয়েরা, ১৯৬৯ মার্সিডিজ বেঞ্জ ২৮০এসই, ১৯৭২ শেভ্রলে কে১০ পিকআপ, ১৯৭২ ভিডব্লিউ বাস এবং ১৯৮৫ শেভ্রলে এল ক্যামিনো।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার নাগরিকরাই  রবার্টের এই ছয়টি গাড়ি জেতার সুযোগ রয়েছে। তবে এই কনটেস্টের অংশগ্রহণ করতে বয়স হতে হবে ১৮ বছরের বেশি।

জানা গেছে, ১৬ জুন  থেকে আরডিজে ড্রিম কারসের ড্র শুরু হয়েছে এবং শেষ হবে ২০২৪ সালের ১৬ জুলাই।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স