Thikana News
০৫ ফেব্রুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫

মিরপুরে বাটার শো-রুমে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

মিরপুরে বাটার শো-রুমে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট ছবি সংগৃহীত
রাজধানীর মিরপুরে জুতার ব্র্যান্ড বাটার একটি শো-রুমে ভয়াবহ আগুন লেগেছে। রোববার (১৯ জানুয়ারি) মধ্যরাতে মিরপুর-৬ নম্বরে এ ঘটনা ঘটে। আগুন নেভানোর কাজে যোগ দিয়েছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বলা হয়েছে, মিরপুর ৬-এর প্রশিকা মোড়ের বাটা শো-রুমে আগুন লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা রাত ১২টা ২ মিনিটের দিকে পৌঁছান।

প্রথমে মিরপুর ফায়ার স্টেশনের তিনটি এবং কল্যাণপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। এরই মধ্যে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নেভানোর চেষ্টা করছেন এবং আশপাশের ভবনে আগুন যাতে না ছড়ায়, সেদিকে নজর রাখছেন।

এদিকে আগুনের খবরে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় করছেন। অনেককে ফায়ার সার্ভিসের সদস্যদের আগুন নেভানোর কাজে সহযোগিতা করতে দেখা গেছে। তাৎক্ষণিকভাবে আগুনের কারণ এবং এতে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স