Thikana News
২১ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ২১ জুলাই ২০২৫

লা লিগায় ফিরে আবারও ছন্দ হারালো বার্সেলোনা

লা লিগায় ফিরে আবারও ছন্দ হারালো বার্সেলোনা ছবি : সংগৃহীত
নতুন বছরে স্প্যানিশ সুপার কাপ ও কোপা দেল রে’তে দারুণ পারফরম্যান্স করার পর লা লিগায় ফিরেই ছন্দ হারালো বার্সেলোনা। ১৮ জানুয়ারি (শনিবার) টেবিলের নিচের দিকের দল গেতাফের বিপক্ষে শুরুতে এগিয়ে গিয়ে ১-১ সমতায় খেলা শেষ করেছে কাতালান জায়ান্টরা। 

গেতাফের মাঠে ম্যাচ শুরুর নবম মিনিটেই গোল পায় বার্সা। ডি-বক্সে পেদ্রির পাস পায়ে জুল কুন্দে দ্বিতীয় প্রচেস্টায় বল জালে পাঠান। ১৫ মিনিটে আলেক্সান্দ্রো বাল্দের শট এবং ৩৩ মিনিটে রাফিনিয়ার হেড লক্ষ্যভ্রষ্ট হলে পরের মিনিটে সমতায় ফেরে স্বাগতিকরা। বক্সের ভেতর থেকে কোবা দা কস্তার ভলি গোলরক্ষক ইনিয়াকি পেনিয়া এক হাতে ফেরানোর পর কাছেই থাকা মাউরো আরামবারির পায়ে লেগে বল জালে জড়ায়। ৪১ মিনিটে রবের্ত লেভানদোভস্কির হেড পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়।

দ্বিতীয়ার্ধেও আধিপত্য নিয়ে খেলতে থাকে বার্সা। কিন্তু ৬৯ মিনিটে লামিনে ইয়ামালের শট ফিরিয়ে ৮০ মিনিটে ফ্রেংকি ডি ইয়ংয়ের চেষ্টাও রুখে দেন গেতাফের গোলরক্ষব। দুই মিনিট পর রাফিনিয়া দূরের পোস্টে ভলি লক্ষ্যে রাখতে ব্যর্থ হলে নতুন বছরে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চার জয়ের পর ড্র’য়ের হতাশায় মাঠ ছাড়ে বার্সা।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স