Thikana News
২২ ফেব্রুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
রোবোটিক পোকা

পরাগায়ন প্রযুক্তিতে এক নতুন গুঞ্জন

পরাগায়ন প্রযুক্তিতে এক নতুন গুঞ্জন সংগৃহীত
বিভিন্ন কীটপতঙ্গ ফুল থেকে ফুলে ঘুরে বেড়িয়ে পরাগায়ন ঘটায়। এই কীপপতঙ্গের বদলে যদি পোকা আকারের রোবট দিয়ে কাজটি করা যায় তবে কেমন হয়?
মৌমাছির মতো পরাগায়ন করতে পারে এমন রোবোটিক পোকা তৈরি করে সম্প্রতি এ স্বপ্নকে বাস্তবে পরিণত করছেন ‘ম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অফ টেকনোলজি’ বা এমআইটি’র গবেষকরা।
এসব রোবট ভবিষ্যতে ‘মাল্টিলেভেল ইনডোর’ খামারে ফসল ফলানোর সুযোগ করে দিতে পারে কৃষকদের, যা ফসলের ফলন বাড়াতে ও কৃষির ওপর পরিবেশগত প্রভাব কমিয়ে আনতে সহায়ক হবে বলে প্রতিবেদনে লিখেছে বিজ্ঞানভিত্তিক সাইট নোরিজ।
এ রোবোটিক পরাগরেণুর ধারণাটি নতুন নয়। তবে মূল চ্যালেঞ্জটি হচ্ছে এসব ক্ষুদ্র আকারের রোবটের ওড়ার বিভিন্ন যন্ত্রকে আসল পোকামাকড়ের মতো দ্রুত, টেকসই ও কার্যকর করে তোলা।

মৌমাছি থেকে অনুপ্রাণিত হয়ে তাদের রোবোটিক পোকামাকড়কে আরও চটপটে ও সক্ষম করে তোলার জন্য পুনরায় ডিজাইন করেছে এমআইটি’র গবেষণা দলটি।

গবেষণাটি প্রকাশ পেয়েছে বিজ্ঞানভিত্তিক জার্নাল ‘সায়েন্স রোবোটিক্স’-এ। এসব নতুন বট এক হাজার সেকেন্ড বা ১৭ মিনিট ধরে ঘুরতে পারে, যা এর আগের সংস্করণের চেয়ে একশ গুণেরও বেশি।
আগের বিভিন্ন সংস্করণের চেয়ে রোটের এই নতুন ডিজাইনটি এর জন্য এক বড় উন্নতি। রোবটের ওড়া নিয়ন্ত্রণের বিষয়টি উন্নত করতে এর বিভিন্ন কৃত্রিম বাহুর সঙ্গে এর ডানাকে যোগ করে এটি তৈরির প্রক্রিয়াকে পুনরায় ডিজাইন করেছে গবেষণা দলটি। ‘ট্রান্সমিশন’ নামে পরিচিত এসব প্রক্রিয়া আরও টেকসই ও রোবেটের ডানার উপর যান্ত্রিক চাপও কমিয়ে এনেছে।

এসব ডানা স্থিতিস্থাপক উপাদান ও কার্বন ন্যানোটিউব ইলেকট্রোড দিয়ে তৈরি, যা নরম ও চালিত হয় কৃত্রিম বাহুর মাধ্যমে।

উন্নত নকশা কেবল দীর্ঘস্থায়িত্বই বাড়ায় না বরং নির্ভুলতাও বাড়ায়। এসব রোবট এখন বাতাসে ‘এম-আই-টি’ বানান করার মতো জটিল ওড়ার ধরনও তৈরি করতে পারে। গবেষণা দলটির লক্ষ্য, দশ হাজার সেকেন্ডেরও বেশি টার্গেট রেখে রোবটের ওড়ার সময়কে আরও বাড়ানো। কোনো ফুলকে কেন্দ্র করে এগুলোর নামা ও ওঠার জন্য যথেষ্ট নিখুঁত করতে চায় গবেষণা দলটি।

“এই নতুন প্ল্যাটফর্মটি একটি বড় পদক্ষেপ,” বলেছেন এ গবেষণার প্রধান গবেষক কেভিন চেন।
“আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে আমরা রোবটের সেন্সর, ব্যাটারি ও কম্পিউটিং ক্ষমতা যোগ করার দিকে মনোনিবেশ করব। যাতে এগুলো আরও বেশি স্বাধীনভাবে উড়তে পারে।”

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স