প্রিমিয়ার লিগে মোটামুটি প্রথম সারির সবগুলো দল হোঁচট খেয়েছে। সেরা পাঁচে নেই ম্যানচেস্টার সিটি, চেলসির সামনে আছে আরও চারটি ক্লাব। টেবিলের এক নম্বরে থাকলেও জায়গা হারাতে পারে লিভারপুল। এমন সমীকরণে দারুণ ভাবে এগিয়ে গেল আর্সেনাল। মৌসুমে শিরোপার দৌড়ে টিকে থাকতে হবে একটা জয় ভীষণ দরকার ছিল আর্তেতা শিষ্যদের। ১৫ জানুয়ারি (বুধবার) নগর প্রতিদ্বন্দ্বী টটেনহ্যামকে হারিয়ে সেটা উসুল করে নিয়েছে আর্সেনাল। ঘরের মাঠ এমিরেটসে ২-১ গোল ব্যবধানে জয় পেয়েছে আর্তেতার দল। গত কদিনের দুরাবস্থা কাটিয়ে জয়ের ধারায় ফিরেছে গানার্সরা।
এমিরেটস স্টেডিয়ামে আর্সেনাল-টটেনহ্যামের ম্যাচটির সবকটা গোল হয়েছে প্রথম ৪৫ মিনিটের মাঝে। সন হিউং-মিনের গোলে পিছিয়ে পড়ার পর প্রতিপক্ষের আত্মঘাতী গোলে সমতায় ফেরে আর্সেনাল। এরপর ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন লিয়ান্দ্রো ট্রোসার্ড।
নতুন বছরের প্রথম দিনে ব্রেন্টফোর্ডকে হারিয়েছিল আর্সেনাল। কিন্তু এরপরই টানা তিন ম্যাচের হার। এর মাঝে দুটো হার ঘরোয়া কাপ আসর থেকেই অনেকটা ছিটকে ফেলেছে তাদের। লিগ কাপে সেমি-ফাইনালের প্রথম লেগে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ঘরের মাঠে হেরেছে তারা, আর ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে টাইব্রেকারে হেরে এফএ কাপ থেকে বিদায় নিয়েছে দলটি।
এই জয়ে প্রিমিয়ার লিগে নিজেদের দুইয়ে উঠিয়ে আনলো আর্সেনাল। ১২ জয়ের সঙ্গে সাতটি ড্রয়ে ২১ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ফিরল তারা। তিনে নেমে যাওয়া নটিংহ্যাম ফরেস্টের পয়েন্ট ৪১। এক ম্যাচ কম খেলে ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল।
ঠিকানা/এএস


ঠিকানা অনলাইন


