Thikana News
৩০ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা

জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা সংগৃহীত
জাপানের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে ছয় দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় ১৩ জানুয়ারি (সোমাবার) রাত ৯টা ১৯ মিনিটে মিয়াজাকি উপকূলীয় এলাকায় এই ভূমিকম্পটি অনুভূত হয়। সুনামির আশঙ্কায় জনসাধারণকে উপকূলীয় এলাকা থেকে সরে যাওয়ার জন্য সতর্ক করেছে দেশটির কর্তৃপক্ষ। খবর এপি ও ওয়াশিংটন পোস্টের।

মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা ইউএসজিএসের বরাত দিয়ে সংবাদ সংস্থা এপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভূ-পৃষ্ঠ থেকে এই ভূমিকম্পের গভীরতা ছিল ৪৯ কিলোমিটার (৩০ মাইল) এবং এটি অনেকটা এলাকাজুড়ে ব্যাপকভাবে অনুভূত হয়েছে। জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) কিউশু অঞ্চলের মিয়াজাকি প্রিফেকচারের উপকূলে রাত ৯টা ১৯ মিনিট নাগাদ ভূমিকম্পের পর তিন ফুট পর্যন্ত সুনামি ঢেউয়ের সতর্কতা দেয়।

সরকারি সম্প্রচার সংস্থা এনএইচকে টিভি জানিয়েছে, ভূমিকম্পের ৩০ মিনিটের মধ্যেই এক মিটার (৩.২ ফুট) উচ্চতার সুনামি ভূমিতে আঘাত হেনেছে। মিয়াজাকি বন্দরে ২০ সেন্টিমিটার (০.৭ ফুট) উচ্চতার জলোচ্ছ্বাস দেখা গেছে।

তবে তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর এখনও পাওয়া যায়নি।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স