Thikana News
২৪ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা ছবি : সংগৃহীত
সেনাবাহিনীর হাতে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরসহ তিন দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রধান ফটকে তালা ঝুলিয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন অনশনরত শিক্ষার্থীরা। ১৩ জানুয়ারি (সোমবার) সকালে শিক্ষার্থীদের জবির প্রধান ফটক ও শহীদ সাজিদ ভবনে তালা ঝুলিয়ে দিতে দেখা গেছে। এর আগে গতকাল রবিবার সকাল সাড়ে ৮টা থেকে অনশন করেন শিক্ষার্থীরা। অনশনে অসুস্থ হয়ে প্রায় ১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। উপাচার্যের আশ্বাসেও অনশন ভাঙেননি শিক্ষার্থীরা।

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ উদ্ভিদবিজ্ঞান বিভাগ, সমাজকর্ম বিভাগ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, রসায়ন বিভাগ, সিএসই বিভাগ, পদার্থবিজ্ঞান বিভাগ, মার্কেটিং বিভাগ, ম্যানেজমেন্ট স্টাডিস, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ, ইতিহাস বিভাগ, আইইআর বিভাগ, ফার্মেসি বিভাগ, গণিত বিভাগ, ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, বাংলা বিভাগ ও গণিত বিভাগের শিক্ষার্থীরা ‘শাটডাউন’ কর্মসূচিতে একাত্মতা পোষণ করে বিভাগের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন।

এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী বলেন, ‘গতকাল (রবিবার) থেকে আমরা তিন দাবিতে অনশন করছি। আজও অনশন চলবে, সঙ্গে আমরা বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছি। দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।’

এদিকে প্রধান ফটকে তালা ঝোলানোয় ক্যাম্পাসে কোনো যানবাহন ঢুকতে পারছে না। তবে সাধারণ শিক্ষার্থীদের চলাচলের জন্য পকেট গেট খোলা রাখা হয়েছে।

যে তিন দফা দাবি নিয়ে জবি শিক্ষার্থীরা অনশন করছেন সেগুলো হলো– দ্বিতীয় ক্যাম্পাস সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা; শিক্ষার্থীদের অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা; অস্থায়ী আবাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত অন্তত ৭০ ভাগ শিক্ষার্থীকে আবাসন ভাতা দিতে হবে।

এ বিষয়ে জবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শারমিন বলেন, ‘শিক্ষার্থীরা দাবিগুলো আমাদের জানিয়েছে, আমরা সেগুলে আমলে নিয়ে কাজ করছি। যেহেতু আমরা এ কাজটা সরাসরি করি না, একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে করতে হয়, সেহেতু আমাদের সে ভাবেই এগোতে হবে।’

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স