Thikana News
০৫ ফেব্রুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫

পাঠ্যবইয়ে নিজের গল্প নিয়ে জ্যোতির অনুভূতি

পাঠ্যবইয়ে নিজের গল্প নিয়ে জ্যোতির অনুভূতি সংগৃহীত
শিক্ষার্থীদের জন্য ছাপা নতুন পাঠ্যবইয়ে নাম এসেছে বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির। মূলত সম্প্রতি সপ্তম শ্রেণির ‘ইংলিশ ফর টুডে’ বইয়ে ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে জ্যোতির গল্প পড়তে পারবে শিক্ষার্থীরা। একজন ক্রীড়াবিদ হিসেবে স্বাভাবিকভাবেই এটি সম্মানের। সেই সম্মানের আনন্দে ভেসেছেন জ্যোতিও। সেই সঙ্গে জানিয়েছেন, বিষয়টি নিয়ে তার পরিবারও বেশ উচ্ছ্বসিত।

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সভাপতি কাজী সালাউদ্দিনের নাম-ছবি শিক্ষার্থীদের জন্য ছাপা নতুন পাঠ্যবই থেকে বাদ দেওয়া হয়েছে।  তাদের জায়গায় ক্রীড়াব্যক্তিত্ব হিসেবে স্থান পেয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবং দেশের প্রথম নারী আন্তর্জাতিক দাবা মাস্টার রানী হামিদ। তাছাড়া নতুন করে যুক্ত হয়েছেন জাতীয় দলের ফুটবলার জামাল ভূঁইয়ার নামও।

নতুন বইয়ে নিজের নাম আসার পর ১১ জানুয়ারি (শনিবার) প্রথম সংবাদ সম্মেলনের মুখোমুখি জ্যোতি। যে সংবাদ সম্মেলন ওয়েস্ট ইন্ডিজ সফর নিয়ে সেই সংবাদ সম্মেলনে প্রথম প্রশ্নই জ্যোতির অনুভূতি নিয়ে।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে জ্যোতি বলেছেন, ‘গতকাল আম্মু এ বিষয়ে বলতেছিল। হয়ত আমার মা কোথাও থেকে শুনেছে ব্যাপারটা। ভালো লাগার বিষয়। কিন্তু, আমার থেকে মনে হয় আমার পরিবার বেশি খুশি এ বিষয়ে।’

২০২১ সালে ওয়ানডের মাধ্যমে নেতৃত্বে আসেন জ্যোতি। পরের বছর ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ টি-টোয়েন্টির নেতৃত্বের ভারও তার কাঁধে ওঠে। সেই থেকে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে নেতৃত্ব দিচ্ছেন এই ক্রিকেটার। ব্যাট হাতে দারুণ পারফরম্যান্সের পাশাপাশি যোগ্য নেতৃত্বে নারী ক্রিকেটে বেশ প্রশংসিত বাংলাদেশ দলের এই অধিনায়ক।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স