Thikana News
০৫ ফেব্রুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫

মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না : খসরু

মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না : খসরু
খালেদা জিয়ার বিদেশ যাওয়াকে কেন্দ্র করে অনেকেই মাইনাস টু ফর্মুলার কথা বলছেন। এটা তাদের মনগড়া কথা। সেই আশা কখনোই পূরণ হবে না। কারণ বর্তমানে বিএনপি অনেক বেশি শক্তিশালী দলে পরিণত হয়েছে— এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ১০ জানুয়ারি (শুক্রবার) দেশে ফেরা বিএনপির কয়েকজন নেতাকর্মীকে নিয়ে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে গিয়ে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, সংস্কারের প্রথম ধাপ হচ্ছে নির্বাচন। গণতন্ত্রকে ফেরাতে নির্বাচনের বিকল্প নেই। এর মাধ্যমেই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে।

বিএনপির এই নেতা আরও বলেন, এই আন্দোলন একদিনে হয়নি। বিদেশে থেকেও নেতাকর্মীরা আন্দোলনে সোচ্চার ছিলেন এবং জনমত তৈরি করেছেন। দেশে তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ত্যাগ ভোলার মতো নয়।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স