ইলন মাস্ক ও মার্ক জাকারবার্গ-এ নাম দুইটির কথা বললে যেকারো চিনতে খুব একটা অসুবিধে হওয়ার কথা না। মার্ক জাকারবার্গ-যিনি মেটার সিইও এবং অন্যদিকে মাইক্রোব্লগিং সাইট এক্সের (যা আগে টুইটার নামে পরিচিত ছিল) কর্ণধার ইলন মাস্ক। এই দুই মহারথীর ‘লোহার খাঁচায় লড়াই’ নিয়ে বেশ সময় ধরে জল্পনা চলছিল। তবে এবার লড়াইয়ের কথা যেন নিশ্চিত করলেন ইলন মাস্ক।
গতকাল রোববার ইলন মাস্ক জানান, মাস্কের সঙ্গে তার লড়াইয়ের সরাসরি সম্প্রচার এক্সে হবে। বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের গত জুন মাস থেকে এই ২ সোশ্যাল মিডিয়া মোগল যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে লোহার খাঁচায় লড়াইয়ে মুখোমুখি হওয়ার জন্য মুখিয়ে আছেন। মাস্ক এ লড়াইয়ের কথা নিশ্চিত করে জানান, এই লড়াই থেকে যা আয় হবে তা দাতব্য প্রতিষ্ঠানে দান করা হবে। এর আগে মাস্ক বলেছিলেন, তিনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন এবং সারাদিন ভারোত্তোলন করছেন।
লড়াইয়ের বিষয়ে গতকালের পোস্টে এক ব্যবহারকারীর প্রশ্নের জবাবে মাস্ক বলেন, এটি একটি সভ্য যুদ্ধ হবে। পুরুষরা যুদ্ধ ভালোবাসে। তবে মাস্কের এসব পোস্ট বা লড়াইয়ের বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি মেটা বা জাকারবার্গ। গত ২০ জুন লড়াইয়ের বিষয়ে ঘটনার প্রথম সূত্রপাত। সেইদিন ৫১ বছর বয়সী ইলন মাস্কের এক পোস্টে জানান, তিনি জাপানি মার্শাল আর্ট জিউজিৎসুতে পারদর্শী জাকারবার্গের সঙ্গে একটি লোহার খাঁচায় লড়াই করতে প্রস্তুত। মাস্কের এমন পোস্টের একদিন পরেই ৩৯ বছর বয়সী জাকারবার্গ তার ইনস্টাগ্রামে মার্শাল আর্টের ম্যাচ জেতার ছবি পোস্ট করেন। তিনি মাস্কের উদ্দেশে বলেন, লোকেশন পাঠান। পরবর্তীতে এর জবাবও দেন মাস্ক। তিনি উত্তরে লেখেন, ভেগাস অক্টাগন।
ঠিকানা/এম