Thikana News
১৩ জানুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

সাবেক এমপি শফিউল ইসলাম গ্রেপ্তার

সাবেক এমপি শফিউল ইসলাম গ্রেপ্তার সাবেক এমপি শফিউল ইসলাম গ্রেপ্তার। ছবি: সংগৃহীত
ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। ৮ জানুয়ারি (বুধবার) সকালে রাজধানীর উত্তরার ১৩ নম্বর রোডের ৪নম্বর সেক্টর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

২০২০ সালে ঢাকা-১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন ব্যবসায়ী শফিউল ইসলাম মহিউদ্দিন। মূলত তিনি আওয়ামী লীগের একজন ব্যবসায়ী নেতা এবং এফবিসিসিআই ও বিজিএমইএ’র সাবেক সভাপতি।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সাবেক মন্ত্রী-এমপিদের অনেকেই বিভিন্ন হত্যা ও হামলার মামলায় গ্রেপ্তার হয়েছেন। এ তালিকায় সর্বশেষ সংযোজন সাবেক এমপি শফিউল ইসলাম মহিউদ্দিন।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স