ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানা পুলিশ যুবলীগ ও ছাত্রলীগের তিন নেতাকে আটক করেছে। ঈশ্বরগঞ্জ থানার ওসি ওবায়দুর রহমান জানান, আজ ৪ জানুয়ারি (শনিবার) উপজেলার বড়হিত ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান লিওন, সোহাগী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন আহবায়ক জাহিদুজ্জামান আপন ও মাইজবাগ ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক ওয়াদুদ হাসান নয়নকে আটক করা হয়। শনিবার রাতে আটকৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে মামলা করেছে। আটকৃতরা থানা হাজতে রয়েছে বলে জানাযায়।
ঠিকানা/এসআর