Thikana News
২৫ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

লালমনিরহাটে নিষিদ্ধ ছাত্রলীগের ৫ নেতা গ্রেপ্তার

লালমনিরহাটে নিষিদ্ধ ছাত্রলীগের ৫ নেতা গ্রেপ্তার ছবি সংগৃহীত
লালমনিরহাটে বিএনপির অস্থায়ী কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা মামলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৫ নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় হাতীবান্ধা উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন হাতীবান্ধার সিন্দুর্না ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশিফুল খান বাবু, যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম জীবন, সরকারি আলিমুদ্দিন কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিফাত হোসেন, উপজেলা ছাত্রলীগ নেতা রুমন মিয়া ও শাকিল চোপড়া।

পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি লালমনিরহাট শহরের মিশন মোড় এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয় হামার বাড়ি নামের একটি অফিসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় লালমনিরহাট সদর থানায় একটি মামলা রুজু হয়। সেই মামলায় হাতীবান্ধা উপজেলার ছাত্রলীগের ৫ নেতাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ-নবী বলেন, লালমনিরহাট সদর থানায় বিএনপির পার্টি অফিস ভাঙচুর মামলায় ছাত্রলীগের ৫ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে শনিবার আদালতে সোপর্দ করা হবে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স