Thikana News
৩০ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫


অস্থায়ী পাস নিয়ে সাংবাদিকরা সচিবালয়ে ঢুকতে পারবেন : উপদেষ্টা নাহিদ

অস্থায়ী পাস নিয়ে সাংবাদিকরা সচিবালয়ে ঢুকতে পারবেন : উপদেষ্টা নাহিদ ছবি : সংগৃহীত



 
সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল নিয়ে তুমুল সমালোচনার মধ্যে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম জানিয়েছেন, অস্থায়ী পাস নিয়ে ৩০ ডিসেম্বর (সোমবার) থেকে সাংবাদিকরা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন। রাজধানীর সচিবালয়ের সামনে ২৯ ডিসেম্বর (রবিবার) দুপুরে তিনি সংবাদকর্মীদের এ কথা জানান।

নাহিদ ইসলাম বলেন, সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় আমাদের যে তদন্ত কমিটি করা হয়েছিল সেটার প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার আজকে শেষ দিন। আজ পর্যন্ত আমরা কাউকে এলাউ করছি না সচিবালয় প্রবেশ করার জন্য। এ কারণে আজকে আপনারা ঢুকতে পারছেন না।

তিনি বলেন, বিগত সময়ে ৩ হাজারের বেশি অ্যাক্রেডিটেশন কার্ড দেওয়া হয়েছে। সবাই কিন্তু সাংবাদিক নন। সেটি আমাদের পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন। সাংবাদিকদের আবেদনের ভিত্তিতে একটি সময়ের মধ্যে নতুন করে স্থায়ী পাসের ব্যবস্থা করব। সেই সময় পর্যন্ত সীমিত সংখ্যক সাংবাদিককে একটা অস্থায়ী পাস দেওয়া হবে। আমরা সাংবাদিক সংগঠনের সঙ্গে বসব। সচিবালয়ে এবং বাইরের যেসব সংগঠন রয়েছে তাদের সঙ্গে বসে একটা নির্দিষ্ট অস্থায়ী পাস দেওয়া হবে। কাল (সোমবার) থেকে সচিবালয়ে আপনারা প্রবেশ করতে পারবেন। এখন যে পাস আছে সব বাতিল হয়ে যাবে।  

সরকার ৩ হাজার অ্যাক্রেডিটেশন কার্ড রাখবে না জানিয়ে এই উপদেষ্টা আরও বলেন, ৩ হাজারের বেশি অ্যাক্রেডিটেশন কার্ড আমরা রাখতে পাবর না। এগুলোর অধিকাংশই ভুয়া। আবেদনের ভিত্তিতে যে নীতিমালা রয়েছে স্থায়ী পাস দেওয়া হবে। আগামীকাল বা পরশু থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে। প্রয়োজনে সাংবাদিক সংগঠন বা সম্পাদকদের সঙ্গে বসে কথা বলে শুরু হবে।

প্রসঙ্গত, সচিবালয়ে আগুনের ঘটনায় সরকারের পক্ষ থেকে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে তার মধ্যে সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিলও রয়েছে। এ নিয়ে সাংবাদিক সংগঠনগুলো উদ্যোগ প্রকাশ করেছে।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স