Thikana News
২৭ ডিসেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

বগুড়া কারাগারে অসুস্থ সাবেক এমপি রিপু, ঢাকায় প্রেরণ

বগুড়া কারাগারে অসুস্থ সাবেক এমপি রিপু, ঢাকায় প্রেরণ ছবি সংগৃহীত
বগুড়ায় গণহত্যা মামলার আসামি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বগুড়া-৬ (সদর) আসনের সাবেক এমপি  রাগেবুল আহসান রিপু ‘হার্ট অ্যাটাকে’ অসুস্থ হয়ে পড়লে বগুড়া কারাগার থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়েছে। তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। মধ্যরাতে জেলা কারাগার সূত্র এ তথ্য নিশ্চিত করে।

বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে জেলা কারাগারের সদস্য (হিসাব শাখায় দায়িত্বপ্রাপ্ত) মো. মোদাসসের হোসেন জানান, সন্ধ্যার কিছু আগে সাবেক সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকদের পরামর্শে কারা তত্ত্বাবধানে তাকে ঢাকা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে পাঠানো হয়। ঢাকায় নেওয়ার পর তার শারীরিক অবস্থার আর কোনো অবনতির সংবাদ পাওয়া যায়নি।

মধ্যরাতে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আসাদ জানান, রাগেবুল আহসান রিপু আগে থেকেই অসুস্থ। তিনি মদ্যপান করতেন, ডায়াবেটিকসহ হার্টের সমস্যা ছিল। কারাগারে অসুস্থ হওয়ায় বর্তমানে তিনি ঢাকায় উন্নত চিকিৎসা গ্রহণ করছেন।

এর আগে বগুড়া কারাগারের জেল সুপার ফারুক আহমেদ জানান, রাগেবুল আহসান রিপু কারাগারে আসার আগে থেকেই হৃদরোগ, ডায়াবেটিকসহ নানা রোগে ভুগছিলেন। শুক্রবার (২১ ডিসেম্বর) তাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়। বুধবার বেলা আডাইটার দিকে হার্ট অ্যাটাক করলে দ্রুত তাকে কারা তত্ত্বাবধানে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে অবস্থার অবনতি হলে সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে পাঠানো হয়।

প্রসঙ্গত, গোপন ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে গণহত্যা মামলার শীর্ষ পর্যায়ের আসামি বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বগুড়া-৬ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য রাগেবুল আহসান রিপুকে ১৮ ডিসেম্বর রাত ১০টার দিকে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ শহর থেকে গ্রেপ্তার করে র‌্যাব-১৪ এর একটি টিম। দীর্ঘদিন পলাতক ছিলেন তিনি। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় হত্যা মামলাসহ কমপক্ষে ১৩টি মামলা রয়েছে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স