ভারতের পার্লামেন্টের সামনে নিজ গায়ে আগুন লাগিয়েছেন জিতেন্দ্র নামের এক যুবক। বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরের দিকে এ ঘটনায় গুরুতর দগ্ধ হন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর, জিতেন্দ্র উত্তরপ্রদেশের বাগপতের বাসিন্দা। গায়ে আগুন দিয়ে তিনি পার্লামেন্টের দিকে ছুটে যাচ্ছিলেন।
পরে আগুন নিভিয়ে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থল থেকে একটি আধপোড়া দুই পৃষ্ঠার নোট পাওয়া গেছে।
প্রতিবেদনের তথ্য বলছে, ২৬ বছরের জিতেন্দ্রের লেখা আধপোড়া নোটের একটি অংশে পুলিশের বিরুদ্ধে কিছু একটা লেখা আছে। বিশেষ করে দলিতদের প্রতি বঞ্চনা ও অপমানের কথা লেখা আছে।
স্থানীয় দমকল বাহিনী জানিয়েছে, খবর পেয়ে পার্লামেন্টের নিরাপত্তায় থাকা রক্ষীরা ওই ব্যক্তিকে উদ্ধার করতে ছুটে যায়। রেল পুলিশ, স্থানীয় পুলিশ এবং কয়েকজন সাধারণ নাগরিক মিলে তার গায়ের আগুন নেভায়। পরে তড়িঘড়ি করে তাকে রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি করা হয়।
নয়াদিল্লির ডিসিপি দেবেশ মহলা বলেন, আমরা তদন্তে জানতে পেরেছি, ২০২১ সালে তার বিরুদ্ধে বাঘপতে মামলা দায়ের হয়েছিল। সেই মামলা নিয়ে তিনি দুশ্চিন্তায় ছিলেন।
ঠিকানা/এনআই