Thikana News
২৫ ডিসেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

৪ দিন পর হলে ফিরলেন নিখোঁজ সহ-সমন্বয়ক খালেদ

৪ দিন পর হলে ফিরলেন নিখোঁজ সহ-সমন্বয়ক খালেদ ছবি সংগৃহীত
চার দিন ধরে নিখোঁজ থাকার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সার্জেন্ট জহুরুল হক হলে ফিরেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক খালেদ হাসান। তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন তার সহপাঠীরা।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) খালেদ হাসানের হলে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

রাত সাড়ে ১১টার দিকে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে প্রবেশ করেন খালেদ। পরে হলের শিক্ষার্থীরা তাকে তার কক্ষে নিয়ে যান।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী। তার বাড়ি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়ায়। তিনি গত চার দিন ধরে নিখোঁজ ছিলেন। তবে তিনি কোথায় বা কার সঙ্গে ছিলেন, তা এখনো জানা যায়নি।

এর আগে সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে খালেদ হাসানের সন্ধান চেয়ে মানববন্ধন করেন আরবি বিভাগের শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, গত ২০ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হল থেকে বের হয়ে আর ফেরেননি খালেদ।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স