কুমিল্লার চৌদ্দগ্রামে স্ত্রীর তালাক নোটিশ পেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মো. হানিফ মিয়া (২২) নামের এক গার্মেন্টস কর্মী আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) উজিরপুর ইউনিয়নের আশ্রাফপুর গ্রামে এ ঘটনা ঘটে। হানিফ মিয়া ওই গ্রামের হুমায়ুন কবিরের ছেলে।
হানিফ মিয়া তার ফেসবুক আইডিতে লেখেন, ‘বিদায় পৃথিবী। কিছু প্রিয় মানুষের দেওয়া কষ্ট আর সহ্য করতে পারছি না। মা-বাবার দিকে খেয়াল রাখিস ভাই। তাদের যত্ন নিস। আমার মতো তাদের কষ্ট দিস না।’
হানিফের বাবা হুমায়ুন কবির বলেন, ‘একটি গার্মেন্টসে চাকরি করত হানিফ। তিন মাস আগে সদর দক্ষিণ উপজেলার উত্তর ধনাই তরী গ্রামের কমলাকে বিয়ে করে সে। বিয়ের পর থেকে পারিবারিক কলহ শুরু হয়। কমলা তার বাবার বাড়িতে অবস্থান করছে।’
তিনি আরও বলেন, ‘সোমবার হানিফকে তালাক নোটিশ পাঠায় কমলা। এতে মানসিকভাবে ভেঙে পড়ে হানিফ। মঙ্গলবার সন্ধ্যায় কাউকে কিছু না জানিয়ে হানিফ তার ঘরে আত্মহত্যা করে। দরজা ভেঙে দেখি, হানিফ ঝুলছে।’
চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক মহিন উদ্দিন বলেন, ‘ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।
ঠিকানা/এনআই