Thikana News
১৯ অক্টোবর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ১৯ অক্টোবর ২০২৪


 

ওমরাহ শেষে ফেরার পথে প্রাণ গেল একই পরিবারের ৩ বাংলাদেশির

ওমরাহ শেষে ফেরার পথে প্রাণ গেল একই পরিবারের ৩ বাংলাদেশির ছেলে মাহি ও মেয়ে মাহিয়ার সঙ্গে মোবারক হোসেন। ছবি : সংগৃহীত


সৌদি আরবে পবিত্র মক্কায় ওমরাহ পালন শেষে দাম্মামে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

৫ আগস্ট শনিবার বাংলাদেশ সময় দুপুর একটার দিকে সৌদি আরবের আল-কাসিম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মোবারক হোসেন (৪৮), তার ছেলে মাহি (১৭) ও মেয়ে মাহিয়া (১৪)।

আহতরা হলেন মোবারক হোসেনের স্ত্রী শিখা আক্তার (৪০) ও বড় মেয়ে মিথিলা ফারজানা মীম (১৯)। তারা স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মোবারক হোসেনের বাড়ি ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার হাজীগঞ্জ এলাকায়। তার শ্বশুরবাড়ি রাজবাড়ী সদর উপজেলার নিমতলা রেলগেট এলাকায়।

নিহত মোবারক হোসেনের শ্যালক মিলন খান জানান, মোবারক হোসেন প্রায় দুই যুগ ধরে পরিবার নিয়ে সৌদি আরবের দাম্মাম শহরে বসবাস করেন। সেখানে তার কার রিপেয়ার শপ (গাড়ি মেরামতের দোকান) রয়েছে। ৩ আগস্ট বৃহস্পতিবার তিনি পরিবারের সবাইকে নিয়ে নিজের ব্যক্তিগত ফরচুনার গাড়িতে করে ওমরাহ পালনের জন্য পবিত্র মক্কায় যান।

৫ আগস্ট শনিবার তারা দাম্মাম শহরের বাড়িতে ফিরছিলেন। পথে আল-কাসিম নামক স্থানে পৌঁছালে পেছন থেকে একটি গাড়ি তাদের গাড়িকে সজোরে ধাক্কা দেয়। এতে তাদের গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং গাড়িতে থাকা পাঁচজন গুরুতর আহত হন। পুলিশ তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে সেখানকার চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। বাকি দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স