Thikana News
২৬ ডিসেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

ভারতে ৩০০ ফুট গভীর খাদে সেনাবাহিনীর গাড়ি, ৫ সেনা নিহত

ভারতে ৩০০ ফুট গভীর খাদে সেনাবাহিনীর গাড়ি, ৫ সেনা নিহত ছবি সংগৃহীত
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় এক মর্মান্তিক দুর্ঘটনায় দেশটির সেনাবাহিনীর পাঁচ সদস্য নিহত ও অন্তত নয়জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যার দিকে সেনাবাহিনী সদস্যদের বহনকারী একটি গাড়ি সড়ক থেকে ছিটকে প্রায় ৩০০ ফুট গভীর খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, সেনাসদস্যদের বহনকারী একটি গাড়ি বালনোইয়ের দিকে যাওয়ার পথে ঘারোয়া এলাকায় নিয়ন্ত্রণ হারায়। এতে গাড়িটি ৩০০-৩৫০ ফুট গভীর একটি খাদে পড়ে যায়।

ঘটনার পরপরই সেনাবাহিনীর কুইক রেসপন্স টিম ও জম্মু-কাশ্মীর পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। আহতদের ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহতদের স্থানীয় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানিয়েছে, দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারানোর ফলে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এই মর্মান্তিক দুর্ঘটনা সেনাবাহিনীর সদস্যদের জীবনের ঝুঁকি ও জম্মু-কাশ্মীরের দুর্গম রাস্তায় নিরাপত্তার বিষয়টি নতুন করে সামনে এনেছে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স