চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণহীন কনটেইনারবাহী লরির নিচে প্রাইভেটকার চাপা পড়ে। এতে কারে থাকা শিশুসহ মোট চারজন আটকা পড়েন। তবে অলৌকিকভাবে বেঁচে যান চারজনই। তিনজন একেবারে অক্ষত অবস্থায় ছিলেন। তবে কারচালক সামান্য আহত হয়েছেন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।
৫ আগস্ট শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা পণ্যবাহী লরি মহাসড়কের ফৌজদারহাট ক্যাডেট কলেজ গেট এলাকা অতিক্রমের সময় নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এ সময় লরিটি উল্টে গেলে তার পাশে থাকা একইমুখী যাত্রীবাহী প্রাইভেটকারটি লরির নিচে চাপা পড়ে। পরে লরির নিচে চাপা পড়া যাত্রীদের আর্তচিৎকারে চারদিকের পরিবেশ ভারী হয়ে ওঠে।
খবর পেয়ে বারো আউলিয়া হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে ছুটে যায়। এ সময় তারা আটকা পড়া যাত্রীদের উদ্ধারে ফায়ার সার্ভিসের সহায়তা চায়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশের প্রায় পৌনে এক ঘণ্টা যৌথ প্রচেষ্টায় তাদের উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিস কুমিরার সিনিয়র স্টেশন অফিসার সুলতান মাহমুদ বলেন, এটি ৪০ ফুট দৈর্ঘ্যের কনটেইনার ছিল। কনটেইনারসহ লম্বা লরিটি প্রাইভেট কারের ওপর পড়ে। আল্লাহর রহমতে প্রাইভেটকারে থাকা কারও তেমন সমস্যা হয়নি। শিশুসহ তিনজন একেবারে অক্ষত অবস্থায় ছিল। তবে কারচালক সামান্য আহত হয়েছেন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।
বারো আউলিয়া হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, ভয়াবহ এ দুর্ঘটনায় প্রাইভেটকারে থাকা চার যাত্রী প্রাণে বেঁচে গেছেন। দুর্ঘটনাকবলিত প্রাইভেট কার ও লরি জব্দ করা হয়েছে।
ঠিকানা/এনআই