Thikana News
২২ ডিসেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

এবার আরাকান আর্মির বিরাট সফলতা দাবি, সতর্ক বাংলাদেশ

এবার আরাকান আর্মির বিরাট সফলতা দাবি, সতর্ক বাংলাদেশ
মিয়ানমারে একের পর সফলতার দাবি করছে বিদ্রোহী আরাকান আর্মি। এবার মিয়ানমার মিলিটারির ওয়েস্টার্ন কমান্ড দখলের দাবি করেছে বিদ্রোহী গোষ্ঠীটি। সেই সঙ্গে ডেপুটি রিজিওনাল কমান্ডার জেনারেল থাউং তুন এবং জেনারেল কেয়ো কেয়োকে গ্রেফতার করা হয়েছে বলেও জানিয়েছে তারা। ২০ ডিসেম্বর (শুক্রবার) এক বিবৃতিতে আরাকান আর্মির এক মুখপাত্র এসব তথ্য জানিয়েছেন। বিবৃতিতে দাবি করা হয়, শুক্রবার বেলা ১২টার মধ্যে পুরো ওয়েস্টার্ন রিজিয়ন মিলিটারি হেডকোয়ার্টার দখল করে নেওয়া হয়েছে। 

এদিকে রাখাইন প্রদেশের এই মিলিটারির সদর দপ্তরটি একেবারেই বাংলাদেশের সীমান্তের কাছে অবস্থিত। এই পরিস্থিতিতে বাংলাদেশ সীমান্তে সতর্কতা বাড়ানো হয়েছে বলে জানা গেছে। স্থানীয়রা জানিয়েছেন, গত কয়েক সপ্তাহে মিয়ানমার সীমান্ত লাগোয়া বাংলাদেশের কক্সবাজারের টেকনাফের বিভিন্ন জায়গা থেকে লাগাতার বিস্ফোরণের শব্দ শোনা গেছে। 

বিষয়টি নিয়ে টেকনাফ প্রশাসনের তরফে জানানো হয়েছে, মাঝখানে লাগাতার বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছিল। তবে বুধবারের আগে ৯ দিন টেকনাফ থেকে কোনো বিস্ফোরণের আওয়াজ কানে আসেনি। বুধবার রাতে ঘণ্টাখানেক ধরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। 

চলমান পরিস্থিতিতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে আরও নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। টেকনাফ প্রশাসন জানিয়েছে, সীমান্তে বাংলাদেশ উপকূলরক্ষী বাহিনী এবং বিজিবির নজরদারি বাড়ানো হয়েছে। স্থলপথে নজরদারি চলছে। নজরদারি চালানো হচ্ছে নৌপথেও। সূত্র: হিন্দুস্তান টাইমস

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স