বিশ্বব্যাংক এ বছরের শেষে বাংলাদেশে বড় ঋণ প্রস্তাব অনুমোদন করেছে। ওয়াশিংটনে সংস্থাটির বোর্ড সভায় তিনটি আলাদা প্রকল্পের জন্য ১১৬ কোটি ডলার অর্থায়ন অনুমোদন দেয়া হয়েছে। ঋণের অর্থ মূলত খরচ হবে স্বাস্থ্য, পানি ও স্যানিটেশন খাতের সংস্কার এবং জলবায়ু সহনশীল উন্নয়ন নিশ্চিতে। ২০ ডিসেম্বর (শুক্রবার) এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিশ্বব্যাংক বলছে, বাংলাদেশ বিভিন্ন ধরনের দূষণে জর্জরিত। এটি উন্নয়নের সার্বিক ধারাকে ব্যাহত করছে। পরিকল্পনা কমিশন এ অবস্থায় মধ্যমেয়াদি বাজেট কাঠামোর ধারণা বদলাতে চায়। সেখানে পরিবেশবান্ধব কর্মসূচির জন্য ৫০ কোটি ডলারের অর্থায়ন করা হয়েছে।
অন্যদিকে ৩৮ কোটি ডলার দেয়া হচ্ছে সিলেট ও চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে। যার সুফল পাবে ৫১ লাখ মানুষ। মৃত্যুর হার কমবে মা ও শিশু।
বিশ্বব্যাংক চট্টগ্রামে ২ লাখ পরিবারে বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিতে ২৮ কোটি ডলারের আরেকটি ঋণ প্রস্তাব অনুমোদন দিয়েছে ।
ঠিকানা/এএস