Thikana News
০৭ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

ওবায়দুল কাদেরসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

ওবায়দুল কাদেরসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু ছবি : সংগৃহীত



 
সাবেক সড়ক পরিবহনমন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও ঢাকা-১৬ আসনের সাবেক সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ১৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে কমিশনের নিয়মিত বৈঠকে অনুসন্ধানের এই সিদ্ধান্ত নেওয়া হয়। দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

দুদক সূত্র জানায়, বিআরটিএর একটি প্রকল্পে ১৩৭টি বাস কেনা নিয়ে অনিয়মের অভিযোগ রয়েছে সাবেক সড়ক পরিবহনমন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং পরিবহন বিভাগের সচিব এ বি এম আমিনল্লাহ নুরীর বিরুদ্ধে।

ঢাকা-১৬ আসনের সাবেক সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাহর বিরুদ্ধে মিরপুরের ৭০০ একর খাসজমি দখল, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে হাজার কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং আইএফআইসি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক শাহ আলমের বিরুদ্ধে প্রায় দুই হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।

অভিযোগে বলা হয়, ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ঋণের প্রক্রিয়া না মেনে জালিয়াতির মাধ্যমে ব্যাংকটির গুলশান শাখার গ্রাহক রুমুন ট্রেডিং লি., এক্সিস বিজনেস লি. এবং প্রিন্সিপাল শাখার গ্রাহক এভারেস্ট এন্টারপ্রাইজ, গ্লোয়ারিং কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লি., ভিস্তা ইন্টারন্যাশনাল লি. ও স্কাইমার্ক ইন্টারন্যাশনাল লি.-এর অনুকূলে ১ হাজার ৯০৭ কোটি টাকা ঋণ মঞ্জুর ও বিতরণ দেখিয়ে লোপাট করা হয়েছে।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স