সিলেট মহানগরে আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে নারীসহ আজমল হোসেন সেলিম নামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ। ১৭ ডিসেম্বর (মঙ্গলবার) সিলেটের লালবাজার এলাকার একটি আবাসিক হোটেল থেকে ওই আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়।
আজমল হোসেন সেলিম কোম্পানীগঞ্জ দক্ষিণ রনিখাই ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
জানা যায়, পরকীয়া প্রেমিকাকে নিয়ে সিলেটের আবাসিক হোটেল আল-জালালের কক্ষ ভাড়া করেন আওয়ামী লীগ নেতা আজমল হোসেন সেলিম। হোটেলের ওই কক্ষে অসামাজিক কার্যকলাপের অভিযোগে মঙ্গলবার বিকেল ৩টার দিকে পুলিশ ওই নারীসহ তাকে আটক করে।
আটকের বিষয়টি নিশ্চিত করে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, বিকেল ৩টার দিকে তাদের আটক করা হয়েছে। পুলিশ তাদের থানায় নিয়ে গেছে; পরে বিস্তারিত বলতে পারবো।
ঠিকানা/এএস 
                           
                           
                            
                       
     
  
 

 ঠিকানা অনলাইন
 ঠিকানা অনলাইন  
                                
 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                
