Thikana News
১৮ ডিসেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪

নরেন্দ্র মোদির পোস্টের প্রতিক্রিয়া জানাবে ঢাকা : পররাষ্ট্র উপদেষ্টা

নরেন্দ্র মোদির পোস্টের প্রতিক্রিয়া জানাবে ঢাকা : পররাষ্ট্র উপদেষ্টা ছবি : সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আমাকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। বাংলাদেশের বিজয় দিবস নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফেসবুকের পোস্টের প্রতিক্রিয়া জানাবে ঢাকা। ১৭ ডিসেম্বর (মঙ্গলবার) বিকেলে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, থাই পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে বুধবার থাইল্যান্ড যাচ্ছি। আনুষ্ঠানিক আলোচনার বাইরে মিয়ানমার নিয়ে একটি অনানুষ্ঠানিক আলোচনা অনুষ্ঠিত হবে। মিয়ানমারের সঙ্গে সীমান্ত, সেখানে অপরাধ এবং দেশটির ভবিষ্যত, এ তিনটি বিষয় নিয়ে আলোচনা হবে। সেখানে আলোচনা কোন দিকে যায় তার ওপর নির্ভর করে বাংলাদেশ তার অবস্থান তুলে ধরবে। আগে থেকে কিছু বলতে চাই না।

বাংলাদেশের অবস্থান নিয়ে তিনি বলেন, ১৩ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তাদের নিরাপদে এবং অধিকারের সঙ্গে ফেরত নিতে হবে। আজকের বাস্তবতায় রোহিঙ্গাদের ফেরত পাঠানো যাবে না। সেখানে একটি যুদ্ধ চলছে। বাংলাদেশের একটাই লক্ষ্য, যখন মিয়ানমার শান্ত হবে তখন যাতে ফেরত পাঠানো যায় এ লক্ষ্যেই কাজ করবে বাংলাদেশ।

টেকনাফ–সেন্টমার্টিন যাতায়ত বন্ধ নিয়ে তৌহিদ হোসেন বলেন, সেখানে একটি যুদ্ধাবস্থা বিরাজ করছে। বাংলাদেশ সে যুদ্ধের অংশীদার নয়। যেহেতু সেখানে যুদ্ধাবস্থা বিরাজ করছে ফলে আমাদের সাবধানে অনেক কিছুই করতে হয়। আপাতত বিষয়টিকে সেভাবেই দেখছি। এটা স্থায়ী হতে পারে না। বিষয়টি এক সময়ে এমনভাবে আসতে হবে যাতে ঝুঁকি না নিয়ে আমাদের নিয়মিত রুট আমরা ব্যবহার করতে পারি।

ডি–৮ সম্মেলনে প্রধান উপদেষ্টার যোগ দেয়া নিয়ে তিনি বলেন, ডি-৮ সম্মেলনে প্রধান উপদেষ্টা যোগ দেবেন। ডি-৮ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। কারণ অনেকগুলো গুরুত্বপূর্ণ দেশ এর সদস্য। সম্মেলনের সাইড লাইনে কয়েকটি দেশের সরকার প্রধানের সঙ্গে বৈঠক করবে বাংলাদেশ।

কোন কোন দেশের সরকার প্রধানের সঙ্গে বৈঠক হবে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, এটি এখনও চূড়ান্ত হয়নি। এগুলো শেষ মুহূর্তে ঠিক হয়। তবে কিছু দ্বিপক্ষীয় বৈঠক অবশ্যই হবে।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স