সুন্দরবনের পশ্চিম বনবিভাগ সাতক্ষীরা রেঞ্জে এক জেলের জালে উঠলো ৩২ কেজি ৭শ গ্রাম ওজনের একটি ভোল মাছ। যা ৩ লাখ ১২ হাজার টাকায় বিক্রি হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের পার্শ্বেমারি গ্রামের জেলে আকবর হোসেন সুন্দরবন থেকে মাছ নিয়ে লোকালয়ে ফিরলে মুন্সিগঞ্জের রোহান মৎস্য আড়তের মালিক আবু মুসা ৩ লাখ ১২ হাজার টাকায় মাছটি কিনে নেন। জেলে আকবর হোসেন জানান, পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কোবাদক স্টেশন থেকে পাস নিয়ে তারা সুন্দরবনে মাছ ধরতে যান। গত শুক্রবার দুপুরে সুন্দরবনের বাটুলা নদীতে মাছ ধরার সময় তাদের জালে ৩২ কেজি ৭শ গ্রাম ওজনের একটি ভোল মাছ ধরা পড়ে। যা একদিন পর লোকালয়ে ফিরে তিন লাখ ১২ হাজার টাকায় বিক্রি হয়েছে। তিনি আরো জানান, তার জালে এই প্রথম এত বড় একটি মাছ পড়েছে। এত টাকায় একটি মাছ বিক্রি হওয়ায় তিনি মহাখুশি। এ মাছের ফুলকা বিদেশে অনেক দামে রপ্তানি হয়।
ঠিকানা/এসআর