শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রেসক্লাব কুলাউড়ার আলোচনা সভা
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রেসক্লাব কুলাউড়ার উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ১৪ ডিসেম্বর (শনিবার) সন্ধ্যায় প্রেসক্লাবের কার্যালয়ে সভাপতি যুগান্তর প্রতিনিধি আজিজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমার দেশ প্রতিনিধি চৌধুরী আবু সাঈদ ফুয়াদের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি নয়া দিগন্ত প্রতিনিধি ময়নুল হক পবন, যুগ্ম সম্পাদক ইনকিলাব প্রতিনিধি নাজমুল ইসলাম, সহ-সম্পাদক খোলা কাগজ প্রতিনিধি তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মানবজমিন প্রতিনিধি আলাউদ্দিন কবির, সহ-সাংগঠনিক সম্পাদক মানবকণ্ঠ প্রতিনিধি জসীম চৌধুরী, দপ্তর সম্পাদক কাজীর বাজার প্রতিনিধি শাহ আলম শামীম, কার্যকরী সদস্য যায়যায়দিন প্রতিনিধি আবদুল আহাদ, কার্যকরী সদস্য নিউইয়র্ক ঠিকানা প্রতিনিধি মামুনুর রশীদ মিতুল, সদস্য বায়ান্ন প্রতিনিধি ইয়াছিনুর রহমান নাঈম, মানব ঠিকানার রিপোর্টার আব্দুল ছালিক।
কমেন্ট বক্স