Thikana News
৩০ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫


ঠিকানা ডিজিটালে  যোগ দিলেন জায়েদ খান

ঠিকানা ডিজিটালে  যোগ দিলেন জায়েদ খান সংগৃহীত ছবি



 
বহির্বিশ্বে সর্বাধিক জনপ্রিয় ও প্রাচীন সংবাদপত্র ঠিকানার ডিজিটাল প্ল্যাটফর্মে যোগ দিয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। তিনি ঠিকানা নিউজের ইউটিউব চ্যানেলে সেলিব্রেটিদের নিয়ে নিয়মিত একটি অনুষ্ঠান করবেন। ইতিমধ্যে ইউটিউবে একটি টিজার প্রচারিত হচ্ছে এ অনুষ্ঠানের। 
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দীর্ঘদিনের সাধারণ সম্পাদক ছিলেন জায়েদ খান। ২০০৬ সালে মহম্মদ হান্‌নান পরিচালিত ‘ভালবাসা ভালবাসা’ সিনেমার মাধ্যমে তিনি অভিনয় জীবন শুরু করেন। 
প্রসঙ্গত, প্রখ্যাত সাংবাদিক খালেদ মুহিউদ্দীনও কিছুদিন আগে জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়েচে ভেলে ছেড়ে ‘ঠিকানা’য় যোগ দিয়েছেন। তিনি ঠিকানার সহযোগী প্রতিষ্ঠান ঠিকানা টিভির প্রধান সম্পাদক। তার উপস্থাপনায় ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশো ইতিমধ্যে বিপুল জনপ্রিয়তা পেয়েছে। 

কমেন্ট বক্স