ময়মনসিংহের ভালুকায় স্বামী মাহফুজুর রহমান সাগর (২২) এবং স্ত্রী রেহেনা আক্তার নূপুরের (২০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ফ্যানে তাদের মরদেহ ওড়না দিয়ে প্যাঁচানো অবস্থায় ঝুলছিল। পুলিশের ধারণা, তারা আত্মহত্যা করেছেন।
বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির বলেন, ‘উপজেলার ডুবালিয়াপাড়া এলাকায় একই ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে স্বামী মাহফুজুর রহমান সাগর এবং স্ত্রী রেহেনা আক্তার নূপুর আত্মহত্যা করেছেন। নিহত মাহফুজুর রহমান সাগর দিনাজপুরের ঘাগড়াগাছি এলাকার আব্দুর রশিদের ছেলে। রেহেনা আক্তার নূপুর নেত্রকোনার মদনের দুখু মিয়ার মেয়ে। তারা দুজনই স্থানীয় পোশাক কারখানায় কাজ করতেন।
হুমায়ুন কবির বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহে তারা আত্মহত্যা করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে একই সময় উপজেলার কাশর এলাকায় স্বামীর সঙ্গে অভিমান করে সোনালী আক্তার (২৪) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। তিনি কিশোরগঞ্জের শোলাকিয়া এলাকার আবুল হোসেনের মেয়ে। তিনিও স্থানীয় পোশাক কারখানায় কাজ করতেন।
ঠিকানা/এনআই
                           
                           
                            
                       
     
  
 

 ঠিকানা অনলাইন
 ঠিকানা অনলাইন  
                                
 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                
