Thikana News
৩১ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫


চমক রেখে টি-টোয়েন্টির দল ঘোষণা করল বিসিবি

চমক রেখে টি-টোয়েন্টির দল ঘোষণা করল বিসিবি



 
টেস্ট-ওয়ানডের পর টি-টোয়েন্টি স্কোয়াডেও রাখা হয়নি টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। অনুশীলন শুরু করলেও কুঁচকির চোট থেকে এখনো পুরোপুরি সেরে ওঠেননি তিনি। তার জায়গায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে দলকে নেতৃত্ব দেবেন উইকেটকিপার-ব্যাটসম্যান লিটন দাস।

সেন্ট কিটসে ১০ ডিসেম্বর (মঙ্গলবার) বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ওয়ানডে চলতে চলতেই টি–টোয়েন্টি সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। ১৫ সদস্যের দলে নাজমুলের মতোই কুঁচকির চোটের কারণে মিডল অর্ডার ব্যাটসম্যান তাওহিদ হৃদয়কে রাখা হয়নি।

দীর্ঘ দিন পর দলে ফিরেছেন আফিফ হোসেন, শামীম হোসেন ও নাসুম আহমেদ। তিনজনই দেশের হয়ে এই সংস্করণে সর্বশেষ খেলেছেন ২০২৩ সালে।

এ ছাড়া দলে ডাক পেয়েছেন রিপন মন্ডল। ২১ বছর বয়সী এই পেসার বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ৩টি টি–টোয়েন্টি খেলেছেন; সবকটিই গত বছরের অক্টোবরে চীনের হাংজুতে অনুষ্ঠিত এশিয়ান গেমসে।

তিন সংস্করণ মিলিয়ে লিটন এর আগে বাংলাদেশকে ৯ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন, এর মধ্যে ৪টিতে দল জিতেছে। টি-টোয়েন্টিতে তিনি একবারই নেতৃত্ব দিয়েছেন; ২০২১ সালে নিউজিল্যান্ড সফরে। অকল্যান্ডে হওয়া সেই ম্যাচে বাংলাদেশ ৬৫ রানে হেরে যায়। ব্যাট হাতে লিটন মারেন ‘গোল্ডেন ডাক’।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ শুরু ১৬ ডিসেম্বর। শেষ দুটি ম্যাচ ১৮ ও ২০ ডিসেম্বর। সবকটি ম্যাচ হবে সেন্ট ভিনসেন্টে।

বাংলাদেশের টি–টোয়েন্টি স্কোয়াড : লিটন দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান, পারভেজ হোসেন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, জাকের আলী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শামীম হোসেন, তানজিম হাসান, রিপন মন্ডল ও হাসান মাহমুদ।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স