Thikana News
২৭ ডিসেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

রাজধানীতে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ, তীব্র যানজট

রাজধানীতে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ, তীব্র যানজট ছবি : সংগৃহীত
রাজধানীতে একজন পরিবহন নেতাকে গ্রেপ্তারের জেরে শ্রমিকদের বিক্ষোভে তেজগাঁও শিল্পাঞ্চল ও মহাখালীসহ আশপাশের সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়নের সভাপতি তালুকদার মো. মনিরকে গ্রেপ্তারের পর তারা মঙ্গলবার সন্ধ্যায় তেজগাঁও এলাকায় সড়ক অবরোধ করে প্রায় দুই ঘণ্টা বিক্ষোভ করে।

এতে প্রধান কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ থাকলে অফিস ফেরত যাত্রীদের ব্যাপক ভোগান্তিতে পড়তে হয়। বিক্ষুব্ধ শ্রমিকরা রাত সাড়ে ৮টায় সড়ক ছাড়লেও যানজটের রেশ ছিল ১০টার পরও।

শিল্পাঞ্চল থানার পরিদর্শক (তদন্ত) বিকাশ সরকার বলেন, সন্ধ্যার দিকে মনিরকে একটি হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বৈষম্যবিরোধী গণ আন্দোলনের সময় পল্টন থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার আসামি তিনি।

তার গ্রেপ্তারের পরপরই বিক্ষুব্ধ শ্রমিকরা রাস্তায় নেমে আসে। তার মুক্তির দাবি জানিয়ে সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করে। এসময় বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করে।

সাতরাস্তা মোড়, তিব্বত ক্রসিং এলাকাসহ আশপাশের এলাকায় শ্রমিকদের বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

তেজগাঁও ট্রাফিক বিভাগের উপ কমিশনার মো. রফিকুল ইসলাম বলেন, তাদের বিক্ষোভে সন্ধ্যার পরপরই দুই দিকের যান চলাচল বন্ধ হয়ে যায়।

তেজগাঁও ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ কমিশনার তানিয়া সুলতানা বলেন, বিক্ষোভকারীরা বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করে।

পুলিশ কর্মকর্তা রফিকুল রাত ৯টার পর বলেন, রাত সাড়ে ৮টা পর্যন্ত সড়কে বিক্ষোভকারীদের অবস্থানের কারণে যান চলাচল বন্ধ হয়ে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়।

“শ্রমিকরা চলে গেলেও এখন পর্যন্ত যানজট স্বাভাবিক হয়নি।”

পরিদর্শক বিকাশ সরকার বলেন, শ্রমিকরা তাদের অবস্থান থেকে সরে গেছেন। পুলিশকে কোনো বল প্রয়োগ করতে হয়নি। “আমরা তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরে যেতে বললে তারা চলে যায়।”

তিনি বলেন, গ্রেপ্তার শ্রমিক নেতাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স