Thikana News
১২ ডিসেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ৪৭৮

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ৪৭৮ ছবি : সংগৃহীত
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৪৭৮ জন ডেঙ্গু রোগী নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন। ৯ ডিসেম্বর (সোমবার) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রোগীদের মধ্যে রয়েছেন- বরিশাল বিভাগের ৩৫, চট্টগ্রাম বিভাগের ৪১, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০৩, ঢাকা উত্তর সিটিতে ১০৪, ঢাকা দক্ষিণ সিটিতে ৮৮, খুলনা বিভাগে ৬০ জন। এ ছাড়াও রাজশাহী বিভাগে ৩৩ জন, ময়মনসিংহ বিভাগে ৭ জন, রংপুর বিভাগে তিনজন ও সিলেট বিভাগে তিনজন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৫৯৫ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৯৪ হাজার ৬২ জন।

ঠিকানা/এএস 

 

কমেন্ট বক্স