Thikana News
২৫ ডিসেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

৫০ বছরের মধ্যে প্রথমবার সিরিয়া সীমান্ত অতিক্রম ইসরায়েলি বাহিনীর

৫০ বছরের মধ্যে প্রথমবার সিরিয়া সীমান্ত অতিক্রম ইসরায়েলি বাহিনীর ছবি : সংগৃহীত
বিদ্রোহী আক্রমণের প্রতিক্রিয়ায় ইসরায়েল সিরিয়ার মাটিতে তার সামরিক উপস্থিতি জোরদার করবে বলার কিছুক্ষণ পরই ইসরায়েলি ট্যাংক সিরিয়ার সীমান্ত বেড়া অতিক্রম করেছে বলে জানা গেছে। ১৯৭৪ সালের পর এই প্রথমবারের মতো ইসরায়েলি ট্যাংক সিরিয়ার সীমান্ত বেড়া অতিক্রম করল বলে জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা। 

মারিভ পত্রিকার বরাতে আলজাজিরা বলছে, সিরিয়ার সশস্ত্র বাহিনী বা বেসামরিক নাগরিকদের আনুগত্য নির্বিশেষে, তাদের ইসরায়েলি অবস্থানের কাছাকাছি আসা থেকে বিরত রাখার লক্ষ্যে এই পদক্ষেপ নেয়া হয়েছে।
 
এর আগে ইসরায়েলের প্রবাসী-বিষয়ক মন্ত্রী আমিচাই চিকলি বলেছিলেন, ইসরায়েলকে অবশ্যই দখলকৃত গোলান মালভূমিতে হারমন পর্বতে সিরিয়ার সাথে ‘১৯৭৪ সালের যুদ্ধবিরতির ভিত্তিতে একটি নতুন প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করতে হবে।’
 
প্রসঙ্গত, ইসরায়েল ১৯৬৭ সালে সিরিয়ার গোলান মালভূমির বেশিরভাগ অংশ দখল করে নেয় এবং ১৯৮১ সালে এটিকে সংযুক্ত করে।
 
এদিকে, প্রেসিডেন্ট বাশার আল–আসাদ সরকারের পতনের পর সিরিয়ার রাষ্ট্রীয় টিভিতে দেশবাসীর উদ্দেশে নিজেদের প্রথম বিবৃতি সম্প্রচার করেছেন বিদ্রোহীরা। 
 
সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, বেসামরিক পোশাক পরে রাষ্ট্রীয় টিভিতে এক ব্যক্তি বলেছেন, ‘দামেস্ক শহর মুক্ত করা হয়েছে।’ 
 
ওই ব্যক্তি বলেন, অত্যাচারী বাশার আল-আসাদকে উৎখাত করা হয়েছে। দামেস্কের কারাগার থেকে সব বন্দিকে মুক্তি দেয়া হয়েছে। আমরা আশা করি, আমাদের সব যোদ্ধা এবং নাগরিকরা সিরিয়া রাষ্ট্রের সম্পত্তি সংরক্ষণ করবে। সিরিয়া দীর্ঘজীবী হোক।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স