Thikana News
৩০ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

পশ্চিমাদেরকে কড়া হুঁশিয়ারি রাশিয়ার

পশ্চিমাদেরকে কড়া হুঁশিয়ারি রাশিয়ার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ
যেকোনো উপায়ে নিজ দেশকে রক্ষা করতে রাশিয়া প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) মার্কিন সাংবাদিক কার্লসনকে দেওয়া সাক্ষাতকারে এমন মন্তব্য করেছেন তিনি।  

সাক্ষাৎকারে ল্যাভরভ পশ্চিমাদেরকে সম্প্রতি ইউক্রেনে আঘাত হানা ‘ওরেসনিক’ হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের বিষয়টি ‘গুরুত্ব সহকারে’ ভাবতে বলেছেন। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ওই হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে দশগুন বেশি গতিতে ধাবিত হয়। একপ্রকার হুমকির সুরেই এমন মন্তব্য করেছেন তিনি।    

ফক্স নিউজের সাবেক সাংবাদিক কার্লসনকে তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বুঝতে হবে যে ইউক্রেন যুদ্ধে তাদেরকে জিততে না দিতে রাশিয়া সব উপায় অবলম্বন করবে।

সাক্ষাৎকারে রুশ পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, আমেরিকা রাশিয়া ও তার মিত্রদের ভয় দেখাতে চাচ্ছে।

ইউক্রেনে সংঘাত বৃদ্ধিতে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনকে দায়ী করেন। এদিন ল্যাভরভ যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে বলেন, ট্রাম্প দ্রুত ইউক্রেন যুদ্ধের ইতি টানতে বদ্ধ পরিকর।

যদিও কোনো প্রক্রিয়ায় তা শেষ হবে সে বিষয়ে ল্যাভরভ কিছু জানেন না বলে সাক্ষাৎকারে উল্লেখ করেন। ডোনাল্ড ট্রাম্প বিষয়ে তিনি আরও বলেছেন, ডোনাল্ড ট্রাম্প হচ্ছেন এমন মানুষ যিনি ফলাফল দেখতে চান। 

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স