Thikana News
৩০ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫


সংবিধান নিয়ে ৬৯ দফার প্রস্তাবনা জমা দিলো জাতীয় নাগরিক কমিটি

সংবিধান নিয়ে ৬৯ দফার প্রস্তাবনা জমা দিলো জাতীয় নাগরিক কমিটি সংবিধান নিয়ে ৬৯ দফার প্রস্তাবনা জাতীয় নাগরিক কমিটি। ছবি : সংগৃহীত



 
সংবিধান নিয়ে ৬৯ দফার প্রস্তাবনা জমা দিলো জাতীয় নাগরিক কমিটি। ৩ ডিসেম্বর (মঙ্গলবার) জাতীয় সংসদের দক্ষিণ-পশ্চিম ব্লকের দ্বিতীয় লেভেলে অবস্থিত কেবিনেট কক্ষে প্রস্তাবনা পেশ করে সংগঠনটি।

মতবিনিময় সভায় জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সদস্য সচিব আখতার হোসেন, মুখপাত্র সামান্তা শারমিন। কেন্দ্রীয় সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সারোয়ার তুষার, অ্যাডভোকেট মুকুল মুস্তাফিজ, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, ড. আতিক মুজাহিদ এবং সালেহ উদ্দিন সিফাত। 

সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কমিশনের প্রধান আলী রীয়াজ; সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফিরোজ আহমেদ, মুস্তাইন জহির, সুমাইয়া খায়ের, অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক, মইন আলম ফিরোজি, ব্যারিস্টার ইমরান সিদ্দিকি। 

মতবিনিময় শেষে কমিশনের কাছে লিখিত প্রস্তাব হস্তান্তর করে জাতীয় নাগরিক কমিটি।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স