প্রশ্নফাঁসের অভিযোগ ওঠায় বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ দিতে অনুষ্ঠিত হওয়া লিখিত পরীক্ষা বাতিল করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ২ ডিসেম্বর (সোমবার) পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিকতর স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে গত ৫ জুলাই অনুষ্ঠিত রেলপথ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদে গৃহীত এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা বাতিল করা হলো। এ পদের পরীক্ষা ২০২৫ সালের মার্চ মাসে সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে।পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তী সময়ে সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে ও গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
গত ৫ জুলাই পিএসসির অধীনে অনুষ্ঠিত হয় রেলওয়ের উপসহকারী প্রকৌশলীর ৫১৬টি পদের লিখিত পরীক্ষা। গত ৭ জুলাই রাতে বেসরকারি টেলিভশন চ্যানেল টোয়েন্টিফোরের এক প্রতিবেদনে এ পরীক্ষায় প্রশ্নফাঁসের চিত্র উঠে আসে। পরদিন ৮ জুলাই প্রশ্নফাঁসে জড়িত থাকার অভিযোগে পিএসসির ৫ কর্মকর্তা-কর্মচারীসহ ১৭ জনকে গ্রেপ্তার করে সিআইডি।
এরপর সংবাদ সম্মেলন করে পিএসসির তৎকালীন চেয়ারম্যান সোহরাব হোসাইন বলেছিলেন, প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি যে কোনো ব্যক্তির নজরে আসার সঙ্গে সঙ্গে যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করলে সে বিষয়ে কর্তৃপক্ষের তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের সুযোগ থাকে। কিন্তু পরীক্ষা অনুষ্ঠানের দুই দিন পরে চ্যানেল টোয়েন্টিফোর কর্তৃক প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের বিষয়টি যথাযথ কি না, তা নিশ্চিত হওয়ার কোনো সুযোগ নেই।
ঠিকানা/এএস