Thikana News
২৬ ডিসেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

আফগানদের হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

আফগানদের হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের ছবি সংগৃহীত
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ দল। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শুক্রবার (২৯ নভেম্বর) আফগানিস্তানকে ৪৫ রানে হারিয়েছে যুবারা। ২২৯ রানের লক্ষ্য তাড়ায় নেমে ২ উইকেটে ১১৬ রান পর্যন্ত পৌঁছে গিয়েছিল আফগান যুবারা। জয়ের আশা জাগিয়েও ইকবাল হোসেন ইমন-মারুফ মৃধাদের তোপ দাগানো বোলিংয়ে খেই হারায় তারা। ৪৭.৫ ওভারে গুটিয়ে যায় ১৮৩ রানে।

টস হেরে ব্যাটিং করতে নেমে দলীয় ৩ রানেই ভেঙে যায় টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের উদ্বোধনী জুটি। ইনিংসের পঞ্চম বলে জাওয়াদ আবরারকে ফিরিয়েছেন আবদুল আজিজ। ৫ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি আবরার। এর পরই ব্যাটিং করতে নামেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম। ওপেনার কালাম সিদ্দিকির সঙ্গে দ্বিতীয় উইকেটে ১৪২ রানের জুটি গড়তে অবদান রেখেছেন তিনি।

বাংলাদেশ ৫০ ওভারে ৯ উইকেটে ২২৮ রান করে। অধিনায়ক আজিজুল হাকিম তামিম একাই করেন ১০৩ রান (১৩৩ বলে, ৮ চার, ৩ ছক্কা), সেঞ্চুরি পূর্ণ করেন ছক্কা মেরে। কালাম সিদ্দিকি করেন ৬৬ রান। তবে তামিমের আউটের পর শেষ ২০ বলে বাংলাদেশ মাত্র ২৪ রান তুলতে হারায় ৩ উইকেট। আফগানিস্তানের আজিজ, নুরিস্তানি ও স্টানিকজাই নেন ২টি করে উইকেট।

২২৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৮৩ রানেই গুটিয়ে গেলে হার নিয়ে মাঠ ছাড়তে হয় আফগানদের। দলটির হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেন ফায়সাল। বাংলাদেশের হয়ে ফাহাদ ও ইমন নিয়েছেন তিনটি করে উইকেট। মারুফ মৃধার ঝুলিতে গেছে দুটি। একটি উইকেট পেয়েছেন রাফি উজ্জামান।

বাংলাদেশের ‘বি’ গ্রুপের দিনের আরেক ম্যাচে নেপালকে ৫৫ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। আগে ব্যাটিং করে সব উইকেট হারিয়ে ৫০ ওভারে ২৩৩ রান তোলে লঙ্কানরা। জবাবে ৪৬.২ ওভারে ১৭৮ রানে অলআউট হয়ে যায় নেপাল।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স